bangla jokes



1
ভিক্ষুক : স্যার, ১০ টাকা দেন, চা খাব ।
লোক: কেন?? চা তো ৫ টাকা কাপ...
ভিক্ষুক: স্যার..সাথে গার্লফ্রেন্ড আছে তো, তাই..
লোক: ভিক্ষুক হয়ে গার্লফ্রেন্ডও বানিয়েছ দেখছি।
ভিক্ষুক : জী না স্যার...গার্লফ্রেন্ডই বরং আমাকে ভিক্ষুক বানিয়েছে ।

****
2
দাদু: ওই ছেলে, নারিকেল গাছে উঠেছিস কেন?
ছেলে: এখান থেকে ENGINEERING   কলেজের মেয়েদের দেখা যাচ্ছে।
দাদু: হাতটা ছেড়ে দে, MEDICAL  কলেজের মেয়েদের দেখতে পাবি।

****
3
নির্জন অন্ধকার পার্ক। এক ভীরু প্রেমিক তার সাহসী প্রেমিকাকে নিয়ে এক বেঞ্চে বসে আছে। এমন সময় চারদিক ভালো করে দেখে প্রেমিকাকে আমতা আমতা করে বলল—
প্রেমিক: ইয়ে মানে, এই অন্ধকারে যদি তোমার হাতটা ধরে চুমু খাই, তুমি কি রাগ করবে?
প্রেমিকা: না, তোমাকে ছিঁচকে চোর বলব।
প্রেমিক: কেন?
প্রেমিকা: কারণ, পুরো একটা গাড়ি চুরি করার সুযোগ পেয়েও তুমি শুধু একটা টায়ার চুরি করতে চাও।


 ****
4
স্বামী - স্ত্রী শুয়ে আছেন। ফোন বাজছে।বেজেই চলছে।
স্ত্রী ফোন ধরতে গেলেন।স্বামী টের পেয়ে বললেন,
আমাকে চাইলে বলবে আমি বাসায় নেই।
স্ত্রী ফোন ধরে বললেন,ও এখন বাসায়।


স্বামী ক্রুদ্ধ ভঙ্গিতে বিছানায় উঠে বসে --
তোমাকে কি বলতে বললাম আর তুমি কি বললে?!!

স্ত্রী: ওটা আমার কল ছিলো।


****
5
একটি ছোট ছেলে একটি চাকু নিয়ে তার হাতে গার্লফ্রেন্ডের নাম লিখল। কয়েক মিনিট পর সে জোরে কাঁদতে লাগল।
- কেন? ব্যথা করছে?
- না!
- তাহলে?
- বানান ভুল হইছে!
 
 


****
6
দুই ভিক্ষুকের মধ্যে আলাপ হচ্ছে-
১ম ভিক্ষুক : আমার যদি ৫ কোটি টাকা থাকতো!
২য় ভিক্ষুক : তাইলে কী করতি?
১ম ভিক্ষুক : তাইলে একটা শপিংমল বানাইতাম।
২য় ভিক্ষুক : শপিংমল দিয়া তুই কী করবি?
.
.
.
১ম ভিক্ষুক : শপিংমলের সামনে ভিক্ষা করতাম!


****
 7
নবদম্পতির মাঝে ঝগড়া হয়েছে-
স্ত্রী: আমি বাপের বাড়ি চলে যাচ্ছি।
স্বামী: এই নাও ভাড়া।
স্ত্রী: কত দিচ্ছ? এতে তো ফেরার ভাড়া হবে না।
স্বামী: ফিরতে কে বলেছে?
 


****
8
বহু বছর পর দুই বান্ধবীর মধ্যে কথোপকথন-
১ম বান্ধবী: জানিস, আমাদের লিলি না খুবই ঘরোয়া মেয়ে।
২য় বান্ধবী: কী রকম?
১ম বান্ধবী: ও আমাদের পাড়ার সব ছেলের ঘরেই যায়! একটাও বাদ নাই!
 


****
9
বিয়ে-শাদির কথাবার্তা চলছে-

মেয়েপক্ষ: শুনলাম ছেলে নাকি মদ খায় খুব?


ছেলেপক্ষ: তা একটু আধটুৃ....আমার ছেলে স্বভাবে-আচরণে কিন্তু খুবই ভালো। মিথ্যে বলবো না আপনাদের, মানে ও আজকাল একটু বেশীই....এই তো তিন-চার পেগ...তাও রাতের বেলায়।

মেয়েপক্ষ: দেশী না বিদেশী মদ?

ছেলেপক্ষ: এই তো জনি ওয়াকার...সব বিদেশী।

মেয়েপক্ষ: এই বিয়ে পাক্কা। ছেলে পছন্দ হয়েছে আমাদের। বোঝা যাচ্ছে, ছেলের কামাই-রোজগার বেশ ভালো। 


****
10
সকাল আটটা। মিসেস কামাল কাজে কর্মে ব্যস্ত। বাসার কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে মিসেস কামাল অবাক। এক কাজের বুয়া দাড়িয়ে আছে।

মিসেস কামাল: কে তুমি? কি চাও ??


বুয়া: আপা...আমারে চিনতে পারলেন না?..আমি আপনার ফেসবুক ফ্রেন্ড। গতকাল আপনে ফেসবুকে স্ট্যাটাস দিছিলেন না...আপনার বুয়া চইলা গেছে...হেই লাইগ্যা আমি আগের বাড়ির কাজ বাদ দিয়া আপনার বাড়ি চইল্যা আইলাম।


মিসেস কামাল: তো..আমার বাসার ঠিকানা কই পাইলা??


বুয়া: ও...হেই কথা ! আপনার ছেলে দিছে...হে আবার আমার মাইয়্যার ফেসবুক ফ্রেন্ড। 


****
11
পুরানো ঢাকার ঠাটারীবাজার।

সকাল সাতটা । এক কবুতরের দোকানে এক ক্রেতা এসে বিভিন্ন কবুতর দেখছে।
দোকানী পানের পিক ফেলে আর আড়ে আড়ে ক্রেতার দিকে চায়।


কবুতরের দোকানী: এই  জোড়া কবুতর লন...খুবই প্রভুভক্ত। 


ক্রেতা খুশিমনে একজোড়া কবুতর কিনে চলে গেল।
পাশের দোকান পাশেই দাড়িয়ে ছিল। 


পাশের দোকানী: তোমার তো হেই কিসমত..সক্কালেই কাষ্টমার পাইল্যা...তয় ক্যামনে বুজলা কবুতর দুইড়া প্রভুভক্ত?


কবুতরের দোকানী: বুজলা না? বিকেলেই দেখবা কবুতর দুইটা ফিরা আাইছে...হে..হে। 


****
12
নববর্ষের রাতে মাতাল হয়ে বাড়ি ফিরেছে জ্যাক। বাড়ি ফিরেই বউয়ের ভয়ে একটা বই খুলে পড়তে শুরু করল সে। কিছুক্ষণ পর তার স্ত্রী এল ঘরে।
স্ত্রী : আবারও মাতাল হয়ে এসেছ, তাই না?
জ্যাক : কই? না তো!
স্ত্রী : তাহলে আমার মেকাপ বক্স খুলে কী এত বকবক করছ? 


****
13
এক রাতে দুই মাতাল রাস্তা দিয়ে হাঁটছলি। কিছুক্ষণ যাওয়ার পর এক আলিশান বাড়ি দেখে ১ম মাতাল বলল-
১ম মাতাল : ওই যে বিল্ডিংটা দেখছিস, ওটা আমার।
২য় মাতাল : চল এক কাজ করি ওটাকে দু’জনে ঠেলে আমাদের এলাকায় নিয়ে যাই।

তারপর দু’জন গায়ের জামা খুলে বিল্ডিংটাকে ঠেলতে লাগলো। তখন পিছন থেকে এক চোর এসে শার্ট দুটি নিয়ে কেটে পড়লো।
২য় মাতাল : আমরা বিল্ডিংটাকে ঠেলে অনেকদুর নিয়ে আইছি।
১ম মাতাল : কী করে বুঝলি?
২য় মাতাল : দেখ না, আমাদের খুলে রাখা শার্ট কি আর দেখা যাচ্ছে? 


****
14
স্ত্রী : কী করছ তুমি?
স্বামী : দেখ না মাছি মারছি।
স্ত্রী : কয়টি মারলে?
স্বামী : সর্বমোট পাঁচটি। এর মধ্যে তিনটি পুরুষ মাছি আর দুটি মেয়ে মাছি।
স্ত্রী : কী করে বুঝলে?
স্বামী : তিনটি মাছি বসা ছিল মদের বোতলের ওপর। আর দুটি বসা ছিল টিভির ওপর! 


****
 15
হোটেলে এক কাষ্টমার বয়কে বলছে: এটা চা না কফি? এতদম পেট্রোলের মতো লাগছে।
বয়: তাহলে ওটা কফিই হবে। কারন চা’টা তো কেরোসিনের মতো লাগে। 


****
16
বিয়ে বাড়িতে এক ভদ্রলোক তার ছোট ছেলেকে নিয়ে এসেছেন।
ছেলে: আচ্ছা বাবা, বর-কনে হাত ধরাধরি করে আছে কেন?
বাবা: রেসলিং-এর আগে হ্যান্ডশ্যাক করতে হয় জানিস না? 


****
17
আদালতে দুইপক্ষের উকিলে ঝগড়া বেঁধেছে।
প্রথম উকিল: আপনি মিত্যাবাদী,জোচ্চোর।
দ্বিতীয় উকিল: মুখ সামলে কথা বল। তুমি তো ধাপ্পাবাজ,নচ্ছার ।
বিচারক: আ, এত গোলমাল কিসের। আপনারা দুজনকেই দেখছি বেশ ভালোভাবেই চিনেন, এখন মামলার কথা বলুন।  


****
18
একটি ছেলে রাস্তায় কুকুরের লেজ ধরে টানছিল আর কুকুরটি পালানোর চেষ্টা করছিল।
ছেলেটির মা: খোকন, কুকুরের লেজ ধরে আবার টানছ?
ছেলে: বারে, আমি তো কেবল লেজ ধরে আছি, কুকুরটাই টানাটানি করছে।  


****
19
প্রাকটিসের সময় এক অ্যাথলেট তার কোচকে : (খুব উত্তেজিতভাবে) আমার স্টপওয়াচে এইমাত্র দেখলাম, আমি বিশ্ব রের্কডেরও কম সময়ে ৪০০ মিটার দৌড় শেষ করেছি। এটা এখন কাকে জানানো দরকার?
কোচ: ঘড়ির ম্যাকানিককে।  


to be continue... 

0 Response to "bangla jokes"

Post a Comment