স্বর্গের সিড়ি / মায়ুং কপাল
Sunday, November 03, 2019
শুভ সালাতিন
, Posted in
khagrachari
,
Khagrachari travel
,
Maung Kapal
,
মায়ুং কপাল
,
স্বর্গের সিড়ি
,
0 Comments
Article and Photos by Razib Hossain
November 1,2019
মায়ুং পাহাড়ের উপরে অবস্থিত মায়ুং পাড়াতে যাওয়ার জন্য ব্যবহার করা হয় এই সিড়ি। স্থানীয়রা একে হাতিমূরা বলে থাকেন।
সিড়ি বেয়ে উপরে উঠে এখান থেকে পুরো খাগড়াছড়ি দেখা যায়। মায়ুং পাহাড়ে
দাঁড়িয়ে চারপাশ কতটা অসম্ভব সুন্দর সেটা ওখানে না গেলে বোঝানো সম্ভব না।
যেভাবে যাবেন:
খাগড়াছড়ি শহড় থেকে অটোতে করে চলে যাবেন জামতলি নামক স্থানে, ভাড়া নেবে ১০ টাকা। (স্টেডিয়াম পার করে কিছুদূর সামনে)
এরপর সেখান থেকে ৫ মিনিট হাটার পর একটি খাল পার হতে হবে। খাল পার হতে লাগবে ৫ টাকা। তারপর মোটামুটি ১ঃ২০-১ঃ৩০ ঘন্টা হাটলেই পৌছে যাবেন কাঙ্ক্ষিত স্বর্গে যাওয়ার সিড়িতে। আর পাহাড়ে হাটার অভ্যাস থাকলে ৫০ মিনিট থেকে ১ ঘন্টাতেই পৌছানো সম্ভব।
খাগড়াছড়ি শহড় থেকে অটোতে করে চলে যাবেন জামতলি নামক স্থানে, ভাড়া নেবে ১০ টাকা। (স্টেডিয়াম পার করে কিছুদূর সামনে)
এরপর সেখান থেকে ৫ মিনিট হাটার পর একটি খাল পার হতে হবে। খাল পার হতে লাগবে ৫ টাকা। তারপর মোটামুটি ১ঃ২০-১ঃ৩০ ঘন্টা হাটলেই পৌছে যাবেন কাঙ্ক্ষিত স্বর্গে যাওয়ার সিড়িতে। আর পাহাড়ে হাটার অভ্যাস থাকলে ৫০ মিনিট থেকে ১ ঘন্টাতেই পৌছানো সম্ভব।
পরামর্শ থাকবে জনপ্রতি অবশ্যই মিনিমাম ১.৫ লিটার পানি ও স্যালাইন নিয়ে যাবেন। খাল পেরোনোর আগে কিছু দোকান পরবে ওখান হালকা খাবার কিনে নিবেন, এরপর আর দোকান পাবেন না। আর চেষ্টা করবেন গাইড নিয়ে যাওয়ার, কারণ সিড়িতে যাওয়ার সময় অনেক জায়গাতেই দুই দিকে যাওয়ার রাস্তা পরে। অবশ্য লোকালদের জিজ্ঞাসা করেও যাওয়া যায়। আমরা স্থানীয় একজন কে ৩০০ টাকা দিয়ে নিয়েছিলাম গাইড হিসেবে।
"" আমাদের দেশটা অনেক সুন্দর, যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণ ও সৌন্দর্য নষ্ট করবেন না"
0 Response to "স্বর্গের সিড়ি / মায়ুং কপাল"
Post a Comment