E-Passport now available in Bangladesh
Wednesday, January 22, 2020
শুভ সালাতিন
, Posted in
e-passport
,
e-passport in bangladesh
,
e-passport informain in bangla
,
e-passport information
,
0 Comments
ই-পাসপোর্ট(e-passport) একটি বায়োমেট্রিক পার্সপোর্ট। এই পাসপোর্টে পাসপোর্টধারীর ছবি,দশ আংগুলের ফিংগারপ্রিন্ট ও চোখের কর্ণিয়া থাকবে। ই-পাসপোর্ট চালুর ক্ষেত্রে বিশে^ বাংলাদেশ ১১৯ তম। এই ই-পাসপোর্টের মেয়াদ হবে ৫ ও ১০ বছর। পাতা থাকবে ৪৮ ও ৬৪ টি। স্মাটকার্ড প্রযুক্তি ব্যবহার করে ই-পাসপোর্ট তৈরী করা হঢেছে। এতে আছে মাইক্রোপ্রসেসর চিপ ও আন্টেনা। গুরুত্বপূর্ণ তথ্য ডেটা পেইজ এবং চিপে সংরক্ষিত থাকে।
পৃষ্ঠা মেয়াদ প্রদান ফি
৪৮ ৫ বছর ১৫ দিনের মধ্যে (সাধারণ) ৩,৫০০ টাকা
৭ দিনের মধ্যে (জরুরী) ৫,৫০০ টাকা
২ দিনের মধ্যে (অতি জরুরী) ৭,৫০০ টাকা
১০ বছর ১৫ দিনের মধ্যে (সাধারণ) ৫০০০ টাকা
৭ দিনের মধ্যে (জরুরী) ৭০০০ টাকা
২ দিনের মধ্যে ( অতি জরুরী) ৯০০০ টাকা
৬৪ ৫ বছর ১৫ দিনের মধ্যে (সাধারণ) ৫,৫০০ টাকা
৭ দিনের মধ্যে (জরুরী) ৭,৫০০ টাকা
২ দিনের মধ্যে ( অতি জরুরী) ১০,৫০০ টাকা
১০ বছর ১৫ দিনের মধ্যে (সাধারণ) ৭০০০ টাকা
৭ দিনের মধ্যে (জরুরী) ৯০০০ টাকা
২ দিনের মধ্যে ( অতি জরুরী) ১২০০০ টাকা
ই-পাসপোর্টের আবেদন অনলাইনে করা যাবে তাছাড়া পিডিএফ ফরম ডাউনলোড করেও পূরণ করা যাবে। কোন ছবি ও কাগজপত্র সত্যায়ন করতে হবে না।
0 Response to "E-Passport now available in Bangladesh"
Post a Comment